বগুড়ায় করোনায় আরও তিনজনের মৃত্যু

0
92

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুইজন নারী। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ৩২২ এ দাঁড়ালো।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন  এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃত্যুবরণকারীরা হলেন, বগুড়া সদরের নজরুল ইসলাম (৬৯), জয়পুরহাটের শাহিদা বেগম (৬৮) ও গাইবান্ধার সাঘাটার জোবেদা বেগম (৬০)। নিহতরা সকলেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘন্টায় ১৭৮জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২৫জনের। আক্রান্তদের মধ্যে সদরে ১৮জন, আদমদীঘির চারজন, শেরপুরে দুইজন ও সোনাতলায় একজন। জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ১২ হাজার ৪২৬।

গত ২৪ ঘন্টায় জেলায় করোনা থেতে সুস্থ হয়েছেন ২৯জন। এ নিয়ে জেলায় মোট সুস্থতার সংখ্যা ১১ হাজার ৮৭৪জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ২৩০জন।