কদমতলীতে ২৭ হাজার পিস নকল সিগারেটসহ এক কালোবাজারী গ্রেফতার

0
87

এস, এম, মনির হোসেন জীবন – রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ২৭ হাজার পিস দেশীয় তৈরি নকল সিগারেটসহ সিগারেট কালোবাজারী সংঘবদ্ধ চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মিজান (২৪)। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক মূল্য ২ লাখ ৭৪ হাজার টাকা।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) এর এএসপি (মিডিয়া) এনায়েত কবীর সোয়েব আজ মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিওিতে র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল সোমবার দিবাগত রাত পৌনে ৯ টার দিকে রাজধানীর কদমতলী থানার রায়েরবাগ বাসষ্ট্যান্ড এলাকায় একটি বিশেষ অভিযান চালায়।

অভিযানকালে র‌্যাব- ১০ এর সদস্যরা দুই লক্ষ চুয়াত্তর হাজার টাকা মূল্যের সাতাশ হাজার পিস বিদেশী সিগারেটসহ সিগারেট কালোবাজারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করে। র‌্যাব- ১০ জানান, গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মিজান (২৪) বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার সিগারেট কালোবাজারী চক্রের সদস্য। সে বেশ কিছুদিন যাবত অবৈধভাবে দেশী ও বিদেশী বিভিন্ন ব্রান্ডের সিগারেট মজুদ করিয়া কালোবাজারে অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। এবিষয়ে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।