নেত্রকোনায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে মানববন্ধন

0
95

মো.কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনা সদর উপজেলার মোক্তারপাড়াস্থ প্রেসক্লাব প্রাঙ্গনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।এখানে ছাত্র শিক্ষক সহ সকল পেশার মানুষ উপস্থিত ছিলেন।

“শিক্ষাই জাতির মেরুদন্ড, কেন তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ” এই স্লোগানকে সামনে রেখে যথাযথ সুরক্ষা নিশ্চিত পূর্বক অবিলম্বে নেত্রকোনা সহ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

আজ সোমবার (৭জুন) বেলা সাড়ে ১২ টায় জেলা শহরের প্রেসক্লাব চত্বরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা শাখার আয়োজনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি আমির হামজা, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাকির মাহমুদ, কেন্দুয়া থানা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলাম, আটপাড়া থানা শাখার সভাপতি মোঃ মফিজ উদ্দিন প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনা ইস্যুতে সবকিছু খোলা রয়েছে, শুধু বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষাব্যবস্থা। দীর্ঘদিন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষায় নেমে এসেছে স্থবিরতা। তাই যথাযথ সুরক্ষা নিশ্চিত করে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।