বিরামপুরে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

0
102

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১উদ্ধোধনী অনুষ্ঠান (৫ জুন) শনিবার সকাল ১০টায় অনুষ্টিত হয়েছে। বিরামপুর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি),প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় অনুষ্ঠানে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শাহজাদা চৌধুরীর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল,মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইদ্রিস আলী,জোতবানী ইউনিয়নের দুগ্ধ খামারী জেসমিন আরা,পৌর এলাকার সোনালী পোল্ট্রি ফার্ম ব্যবসায়ী খোরশেদ আলম মানিক,দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম বিরামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম মাসুদ রানা,সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমানসহ আরো অনেকে।

অনুষ্ঠানে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্ধোধনী অনুষ্ঠানে বিরামপুর উপজেলার বিভিন্ন খামার খামারীরা তাদের গরু, মহিষ, ছাগল,মুরগী,খোরগোস,কবুতর, বিভিন্ন জাতের পশু পাখি পালনে আধুনিক যন্ত্রপাতি নিয়ে ২৮ টি স্টলে অংশ গ্রহণ করেন।