যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী পুতিন

0
90
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে রাশিয়া আগ্রহী বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর বার্তা সংস্থা তাসের। শুক্রবার (৪ জুন) সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের একটি সেশনে পুতিন এ আগ্রহের কথা জানান।

তিনি বলেন, আমরা দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবে। আমি বিশ্বাস করি, আমরা আমাদের সম্পর্ক উন্নয়নের উপায় খুঁজে পাব। তাসের খবর অনুসারে, ‘কৌশলগত স্থিতিশীলতা: আন্তর্জাতিক দ্বন্দ্ব নিরসন’ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলতে চান পুতিন।

আগামী ১৬ জুন জেনেভায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন পুতিন। বাইডেনের সঙ্গে সম্ভাব্য বৈঠকে করোনা মহামারি, পরিবেশসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে।