ক্রিকেট বিশ্বকাপে আবার দল বাড়ছে!

0
83

বিশ্বকাপ মানেই ছোট দলগুলোর বড় স্বপ্ন। কিন্তু বাণিজ্যিক চিন্তা মাথায় নিয়ে বিশ্বকাপের দলসংখ্যা কমিয়ে আনে আইসিসি। ফলে ছোট দলগুলোর এখন বড় মঞ্চে খেলার আর সুযোগ নেই। সেরা দশের মধ্যে না থাকলে বিশ্বকাপে অংশ নেয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে।

তবে সামনে আবারও বদলে যেতে পারে নিয়ম। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও মনে করা হচ্ছে, ২০২৭ সালের বিশ্বকাপ হতে পারে ১৪ দলের। ২০০৩ সালের পর আবার ফিরতে পারে সেই নিয়ম।

২০১৯ সালে বিশ্বকাপ হয়েছিল ১০ দলের। ২০২৩ সালেও একই নিয়ম থাকবে। তবে তার পরের বিশ্বকাপে আবারও চারটি দল বাড়তে পারে, হতে পারে ১৪ দলের টুর্নামেন্ট।

ক্রিকেটের বিশ্বায়নের কথা মাথায় রেখে সেই পুরোনো নিয়মেই ফেরার কথা ভাবছে আইসিসি। মঙ্গলবার এই বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা আইসিসির সভায়।

১৪টি দল বিশ্বকাপে অংশ নিলে তাদের ভাগ করা হবে দুটো গ্রুপে। সেখান থেকে প্রতিটি গ্রুপের প্রথম ৩ দলকে নিয়ে হবে সুপার সিক্সের খেলা। সেই গ্রুপের প্রথম ৪ দলের মধ্যে হবে সেমিফাইনাল। এই নিয়মে ৫৬টি ম্যাচ খেলা হবে গোটা প্রতিযোগিতায়।