জানা গেল কোথায় বসবে কোপার আসর

0
93

কোপা আমেরিকার এবারের আসর যৌথভাবে আয়োজন করার কথা ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনার। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে কলম্বিয়াকে আগেই স্বাগতিকের তালিকা থেকে বাদ দেওয়া হয়।

আগামী ‌১৩ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল আর্জেন্টিনায়। কিন্তু করোনার কারণে আর্জেন্টিনাকে আয়োজকের দায়িত্ব থেকে আপাতত অব্যাহতি দিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। সোমবার (৩১ মে) এ সিদ্ধান্ত নেওয়ার পর এদিনই জানিয়ে দেওয়া হলো, কোথায় বসছে দক্ষিণ আমেরিকান ফুটবল শ্রেষ্ঠত্বের আসরটি।

সামাজিক মাধ্যম টুইটারে কনমেবল জানিয়েছে, মহামারি কোভিডের কারণে এবারের কোপা আমেরিকার আসর আর্জেন্টিনার পরিবর্তে ব্রাজিলে বসবে। এছাড়া, টুর্নামেন্ট শুরু এবং শেষের তারিখে কোনো পরিবর্তন আসবে না। নির্ধারিত সময়ের মাঠে গড়াবে কোপার আসর।

প্রসঙ্গত, প্রতিযোগিতার ১০৫ বছরের ইতিহাসে এবারই প্রথম কোপা আমেরিকা হওয়ার কথা ছিল দুই দেশ আর্জেন্টিনা ও কলম্বিয়ায়। করোনাভাইরাস মহামারির কারণে গত বছরের টুর্নামেন্ট পিছিয়ে এই বছর জুনে নিয়ে আসা হয়। টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ১৩ জুন এবং ফাইনাল ১০ জুলাই।