চারঘাটে ভেজাল মধুসহ এক মৌয়াল আটক

0
95

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলার বালাদিয়াড় গ্রামে থেকে গতকাল বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ বিশেষ অভিযানে এক মৌয়াল কে আটক করা হয়েছে।

আটক কালে মধু সংগ্রহের সরঞ্জামাদিসহ ভেজাল মধু তৈরির উপকরণ এবং ৩০ মণ মধু জব্দ করে চারঘাট মডেল থানা পুলিশ। আটককৃত মৌয়াল আব্দুল আলীম (৩২) ওই গ্রামের রুপচান্দ আলীর ছেলে ।

চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, আব্দুল আলীম (৩২) দীর্ঘদিন ধরে তার নিজ বাড়ীতে কারখানা বানিয়ে বিভিন্ন ধরনের ক্যামিলের সংমিশ্রণে মধু তৈরি করে তা বাজারজাত করে আসছিলেন।

এমনি এক গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় এবং হাতেনাতে ৩০ মণ ভেজাল মধুসহ আলীম (৩২) কে আটক করা হয়েছে।

আটকৃত মৌয়াল আব্দুল আলীম (৩২) উপজেলার বালাদিয়াড় গ্রামের রুপচান্দ আলীর ছেলে। এ বিষয়ে থানায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে আজ শুক্রবার (২৮ মে) জেল হাজতে প্রেরণ করা হয়েছে।