এক পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

0
79

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। গত দুই ম্যাচ জিতে সিরিজ জিতে নেয়া বাংলাদেশের সামনে নিয়ম রক্ষার ম্যাচ হলেও ওয়ার্ল্ড কাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকতে গুরুত্বপূর্ণ ম্যাচ।

দুপুরে টসের আগে ঝিরিঝিরি বৃষ্টি হলেও ১০ মিনিট পরে টস হয়েছে। গত দুই ম্যাচে বাংলাদেশ টস জিতে ব্যাটিং নিলেও শেষ ম্যাচে এসে টস হেরেছে। লঙ্কানরা টস জিতে সিদ্ধান্ত নিয়েছে ব্যাটিংয়ের।

একাদশে জায়গা হয়নি ওপেনার লিটন দাসের। তার পরিবর্তে দলে নেয়া হয়েছে নাঈম শেখকে।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ : দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা (অধিনায়ক ও উইকেটরক্ষক), কুশল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, নিরোশান ডিকভেলা, ধনঞ্জয় ডি সিলভা, রমেশ মেন্ডিস, বিনুরা ফার্নান্দো, চামিকা করুনারান্তে, ভানিন্দু হাসারাঙ্গা, ও দুশমন্থ চামিরা।