এবার শীর্ষস্থান মজবুত করার লক্ষ্য বাংলাদেশের

0
105

তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে জিতে এরই মধ্যে শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশ। একই সঙ্গে নিশ্চিত করেছে আইসিসি ওয়ানডে সুপার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান। সবমিলে ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশের লক্ষ্য এবার সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করা। সেই লক্ষ্যে আগামীকাল শুক্রবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১০৩ রানের জয় নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠেছে বাংলাদেশ। ছাড়িয়ে গেছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইংল্যান্ডের মতো দলগুলোকে। এবার শেষ ম্যাচেও জয়ের পাল্লা আরো ভারী করতে মুখিয়ে বাংলাদেশ। একই সঙ্গে নিজেদের করা ভুলগুলোও শুধরে নিতে চায় বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচ শেষে যেমনটা জানালেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। কারণ দুটি ম্যাচে জিতলেও এখনো পুরোপুরি সন্তুষ্ট নন তিনি। কিছু কিছু জায়গায় ঘাটতি দেখেছেন অধিনায়ক। চেষ্টা থাকবে সেগুলো কাটিয়ে শেষ ম্যাচে ভালো কিছু করার।

এ ব্যাপারে তামিম বলেন, ‘সৌভাগ্যবশত আমরা দুটি ম্যাচ জিতেছি। খুবই খুশি যে আমরা সিরিজ জিতেছি। তবে এই সিরিজে আমরা এখনও পুরোপুরি ঠিকঠাক খেলতে পারিনি। আশা করি, তৃতীয় ম্যাচে সেসব কাটিয়ে পারফেক্ট খেলতে পারব। দ্বিতীয় ম্যাচে আমরা ইনিংসের মাঝপথে অনেক উইকেট হারিয়েছি। একটা সময় দুইশ রানও কঠিন মনে হচ্ছিল। এরপর মুশির ইনিংস সত্যিই দারুণ ছিল। রিয়াদ ভাই কিছুটা অবদান রাখেন। তাতে আমরা মোটামুটি একটা স্কোরে যেতে পারি।’

একই সঙ্গে সুপার লিগের ১০ পয়েন্টও চাই বাংলাদেশের। কারণ বিশ্বকাপে সরাসরি অংশ নিতে এই পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ।

ম্যাচে ৫ জয়ে বাংলাদেশের পয়েন্ট এখন ৫০। ৯ ম্যাচে ৪ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে ইংল্যান্ড। ৬ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তিনে রয়েছে পাকিস্তান। সমান ম্যাচে অস্ট্রেলিয়ার পয়েন্টও ৪০। তবে নেট রান রেটে পিছিয়ে থাকায় তারা নেমে গেছে চারে। সবমিলে ভালো অবস্থায় আছে বাংলাদেশ। এবার অবস্থাটা ধরে রাখাই চ্যালেঞ্জ তামিমদের।

কারণ ২০২৩ সালের বিশ্বকাপ বাছাইয়ের অংশ হিসেবে চলছে এই সুপার লিগ। আয়োজক ভারত ছাড়া পয়েন্ট তালিকার সেরা সাত দল সরাসরি পাবে বিশ্বকাপে খেলার টিকিট। তাই কোনো ম্যাচকেই হালকা করে দেখার উপায় নেই। আগামীকাল শেষ ম্যাচ জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৬০। তাহলে ওয়ানডে সুপার লিগে বাংলাদেশের শীর্ষস্থান হবে আরও মজবুত।

আরেকটি সাফল্য পাবে বাংলাদেশ। সেটি হলো প্রথমবার কোনো দ্বিপক্ষীয় সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে বাংলাদেশ। গত ম্যাচে জিতে লঙ্কানদের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের স্বাদ পেয়েছে লাল-সবুজের দল।