জামালপুরে দুই দিনে আরও ২৮জন করোনায় আক্রান্ত, সর্বমোট সনাক্ত ৩৫০জন

0
97

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: ৭ জুন ২০২০ জামালপুরের সর্বশেষ প্রতিবেদনে ময়মনসিংহ ল্যাবে ১৪১ নমুনা পরীক্ষায় নতুন করে আরও মোট ১৫ জন করোনা সনাক্ত হয়েছে।এদের মধ্যে (দেওয়ানগঞ্জ ১, ইসলামপুর ২, বকশীগঞ্জ ৩ এবং জামালপুর সদরে ৯জন) । ৬জুন শনিবারের ৯৯ টি নমুনা পরীক্ষায় আরও ১৩ জনের করোনা সনাক্ত হয়েছে। এই নিয়ে জামালপুর জেলায় দুই দিনে মোট ২৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সর্বমোট সংক্রমণ শনাক্ত ৩৫০ (সরিষাবাড়ী ৩১, মেলান্দহ ৫৫, মাদারগঞ্জ ২১, বকশীগঞ্জ ৪৩, দেওয়ানগঞ্জ ২৭, ইসলামপুর ৬৭, জামালপুর সদর ১০৬ জন)। উল্লেখ্য যে, গতকাল সদরে ১জন ঢাকায় শনাক্ত তাকে জামালপুরে প্রতিবেদনে সংযোজন করা হয়েছে এবং সদরের ১ জনকে বকশীগঞ্জে চাকুরী সূত্রে স্থানান্তর করা হয়েছে।
আজ সুস্থ হয়েছেন ৬ জন (সদর), সর্বমোট সুস্থ ১৫১ জন (৩ জন রেফার্ডকৃত সুস্থ সহ)।

সর্বমোট মৃত্যু ৪ (চিকিৎসাধীন ২ জন – দেওয়ানগঞ্জ ও মেলান্দহ, মৃতের নমুনায় ২ জন – ইসলামপুর)। সর্বশেষ রেফার্ড ০, মোট রেফার্ড ৬ (ময়মনসিংহ ও ঢাকা)। ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে জামালপুরের নমুনা পরীক্ষা ১৪১। সর্বশেষ মোট নমুনা পরীক্ষা ১৪১। সর্বশেষ নমুনা সংগ্রহ ১০৯, মোট নমুনা সংগ্রহ ৪০৪৬ জন।