সাকিবের চোখে ২২ গজে কে কোন শট খেলায় পারদর্শী?

0
136

২২ গজে কোন ব্যাটসম্যান কোন শটে বেশি পারদর্শী, সেটি জানালেন বাংলাদেশের বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোতে এক সাক্ষাৎকারে সাকিব তার পছন্দের ক্রিকেটারদের বেছে নেন। সাকিবের সেরা শটের পছন্দের তালিকায় আছেন ভারতের শচীন টেন্ডুলকার-বিরাট কোহলি, পাকিস্তানের সাঈদ আনোয়ার, ইংল্যান্ডের ইয়োইন মরগান-জশ বাটলার-জো রুট, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।

স্ট্রেট ড্রাইভ : স্ট্রেট ড্রাইভে সেরা ভারতের শচীন টেন্ডুলকার। টেন্ডুলকারের মতো করে এই শট কোনো ব্যাটসম্যান মারতে পারেন না বলে মনে করেন সাকিব।

কভার ড্রাইভ : এই শটে সাকিবের চোখে সেরা বিরাট কোহলি। যেকোন বোলারের বিপক্ষে কোহলি অবলীলায় এই শট খেলতে পারেন।

কাট : সাকিবের মতে, কাট শটে পারদর্শী পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান সাঈদ আনোয়ার।

রিভার্স সুইপ : বিশ্বের ক্রিকেটারদের মধ্যে রিভার্স সুইপ ভাল খেলেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়োইন মরগান।

স্কুপ : স্কুপ শটে সাকিবের কাছে সেরা ইংল্যান্ডের জশ বাটলার। বাটলারের স্কুপগুলো মনে ধরেছে সাকিবের।

সুইপ : সম্প্রতি সুইপ শটে ভালো করছেন ইংল্যান্ডের জো রুট, বলে মনে করেন সাকিবের।

পুল : পুল শটে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী খেলোয়াড় রিকি পন্টিংকে এগিয়ে রাখছেন সাকিব।

বোলারের মাথার ওপর দিয়ে ছক্কা : এই শটে সাকিবের চোখে একজনই সেরা। তিনি হলেন- বিশ্ব ক্রিকেটের বিধ্বংসী ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। যেকোন ডেলিভারিকে খুবই সাবলীলভাবে বোলারের মাথার ওপর দিয়ে মাঠের বাইরে পাঠাতে পারেন ‘দ্য ইউনিভার্স বস’।