মির্জাগঞ্জে লাইসেন্স বিহীন করাতকলের কার্যক্রম চলমান

0
146

মোঃ রনি খান,  মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় লাইসেন্স বিহীন করাতকলের কার্যক্রম চলমান থাকলে ও নেই প্রশাসনের ভুমিকা।

সরকারের নির্ধারিত ট্যাক্স না দিয়ে মির্জাগঞ্জে বাড়ছে অবৈধ করাত কল। অবৈধ করাতকল মালিকরা মানছে না বন বিভাগের নিয়ম কানুন। বন বাগানের বৃক্ষসহ রাস্তার দুই পাশের বৃক্ষ। ক্ষতি হচ্ছে পরিবেশের। লাইসেন্স বিহীন করাতকল গড়ে ওঠায় বছরে লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। নিয়মিত কাঠ আসছে এবং তা ফাড়াইয়ের কাজ চলছে সেগুলোতে। বন উজাড় হওয়ার পেছনে এটাও অন্যতম কারণ বলে মনে করছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ৬ টি ইউনিয়নেই করাতকল রয়েছে। যার অধিকাংশই লাইসেন্স বিহীন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের দুইশ’ মিটারের মধ্যেও গড়ে উঠেছে করাতকল।

উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের পোলেরহাট বাজারে খলিলুর রহমান নামবিহীন করাতকল চালাচ্ছে। যার লাইসেন্স সহ কোন কাগজপত্রই নেই। মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া আবাসন সংলগ্ন মধ্য আন্দুয়া বাজারের পাশে লাইসেন্স ছাড়াই প্রায় ১৬ বছর ধরে হাওলাদার স্বমিল নামে একটি করাতকল চালাচ্ছে মোঃ সেলিম হাওলাদার। একই ইউনিয়নের মহিষকাটা বাজারের পূর্ব পাশে আন্দুয়া প্রায় ২ বছর যাবৎ লাইসেন্স বিহীন করাতকল চালাচ্ছে মোঃ জসিম উদ্দিন।

এসব করাতকলের আশপাশে রয়েছে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। এভাবে উপজেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অবৈধ করাতকল। এসব অবৈধ করাতকলের মালিকদের সাথে কথা বললে তারা জানান, আমরা লাইসেন্সের জন্য আবেদন করেছি। অল্পতেই লাইসেন্স পাওয়া যাবে।

এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা মোঃ শাহীন মিয়া বলেন, অফিস তথ্যানুসারে, উপজেলায় প্রায় করাত কল রয়েছে ৪০ টি। যার মধ্যে ২৮টি করাতকল বৈধভাবে চলছে । বাকিগুলোর লাইসেন্স নেই, চলছে অবৈধভাবে। তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। লাইসেন্স বিহীন করাতকলের বিরুদ্ধে অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস জানান, বন কর্মকর্তার সাথে আলাপ করে পদক্ষেপ নেওয়া হবে।