হাইকোর্ট বিভাগে নতুন বেঞ্চ গঠন, বিচার চলবে ১৬ বেঞ্চে

0
324

করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে ভার্চুয়ালি বিচারকার্য পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বেঞ্চের সংখ্যা বাড়িয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

পৃথক সাতটি বেঞ্চে গঠন করে জারি করা এ সংক্রান্ত আদেশ শনিবার (২২ মে) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এপ্রিল মাসের শুরুর দিকে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় লকডাউন ঘোষণার পরে বিধিনিষেধ আরোপ করে ওই মাসের ৫ এপ্রিল প্রথমে চারটি ভার্চুয়াল বেঞ্চ গঠন করেছিলেন প্রধান বিচারপতি। এর পরে ১১ এপ্রিল আরও তিনটি বেঞ্চ গঠন করা হয়। এরপর ২৯ এপ্রিল আরও দুটি যোগ করা হয়।

এ নয়টি বেঞ্চের পাশাপাশি শনিবার পৃথক আরও সাতটি বেঞ্চ গঠন করা হয়। ফলে হাইকোর্টে ভার্চুয়ালি এখন থেকে মোট ১৬টি বেঞ্চে বিচারকার্য পরিচালিত হবে।