পার্বত্য মন্ত্রী বীর বাহাদুরকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে সিএমএস হাসপাতালে

0
98

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি : করো নাই আক্রান্ত বান্দরবানের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং কে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে সিএমএস হাসপাতালে।

৭ জুন রবিবার সকালে আজ তার নিজস্ব বাসভবন থেকে বান্দরবান সেনা জোন থেকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে তাকে সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়।

বর্তমানে বান্দরবানে জেলা উপজেলা মিলে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর সহ ৪৬ জন পজেটিভ করোনা আক্রান্ত হয়েছে।

শনিবার রাত ১১ টায় কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার নমুনা পাঠানো হয় শনিবার পরীক্ষার মাধ্যমে তার রিপোর্ট পজিটিভ আসে। বান্দরবান জেলা সিভিল সার্জন ডাক্তার অংসুই প্রু জানান তিনি সুস্থ আছেন।

সকালে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎকারে সাংবাদিকদের জানান, আমি সুস্থ আছি আমার মনোবল ও বিশ্বাস থেকে আমি বলছি আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আসবো। তার জন্য তিনি সকল বান্দরবানবাসী তথা আপামর জনসাধারণের দোয়া এবং আশীর্বাদ কামনা করেছেন।