ফুটবলারদের বকেয়া পরিশোধে ব্যাংকঋণ নিচ্ছে বার্সা

0
195

মহামারি করোনাভাইরাসের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে বিশ্বের নামিদামি ক্লাবগুলো। আর্থিক সংকটের কারণেই লিওনেল মেসিদের বেতন পরিশোধ করতে পারছে না স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।

ফুটবলারদের বকেয়া বেতন পরিশোধ করতে যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের কাছ থেকে সহজ শর্তে দুই বছরের জন্য ৫০ কোটি ইউরো ঋণ নিয়েছে বার্সেলোনা। ইএসপিএন, স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা, এএস ও স্পোর্ত প্রত্যেকেই এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।

ঋণ নেওয়া ৫০ কোটি ইউরোর মধ্যে ১০ কোটি এখনই হাতে পেয়ে যাবে বার্সেলোনা। এই ১০ কোটি ইউরো দিয়ে কয়েক মাস ধরে জমতে থাকা খেলোয়াড়দের বকেয়া বেতন পরিশোধ করবে বার্সা।

বার্সেলোনার এক সূত্র এলস্পোর্তিউকে আশাবাদ ব্যক্ত করেছে, এই ঋণ বার্সাকে আর্থিকভাবে স্থিতিশীল করে তুলবে।

ক্লাবের সাম্প্রতিক বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী বার্সেলোনার মোট ঋণের পরিমাণ ১১৭ কোটি ৩০ লাখ ইউরো, যার মধ্যে ৭৩ কোটি ইউরোই স্বল্পমেয়াদি। বিভিন্ন ব্যাংকের কাছে ধার আছে ২৬ কোটি ৩০ লাখ ইউরোর মতো, বকেয়া বেতনাদি বাবদ ধার ১৬ কোটি ইউরো এবং বন্ড অর্থায়ন বাবদ ২০ কোটি ইউরো।