রোজিনা ইসলামের মুক্তির দাবিতে লালমনিরহাটে মানববন্ধন

0
81

পরিমল চন্দ্র বসুনিয়া, লালমনিরহাট প্রতিনিধিঃ সচিবালয়ে পেশাগত দ্বায়িত্ব পালনকালে প্রথম আলোর জোষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামকে দীর্ঘ সময় আটকে রেখে হেনস্তা ও সাজানো মামলায় জড়ানোর প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন করেছে কর্মরত সাংবাদিকেরা।

মঙ্গলবার (১৮ মে) দুপুরে শহরের মিশনমোর চত্ত্বরে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও প্রেস ক্লাব লালমনিরহাটের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এছাড়া রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা গ্রহণ ও পেশাগত দ্বায়িত্ব পালনে সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাব লালমনিরহাটের সভাপতি মোফাখ্খারুল ইসলাম মজনু, সাধারন সম্পাদক আশিকুর রহমান ডিফেন্স, সিনিয়র সাংবাদিক আবু হাসনাত রানা, একাত্তর টিভির সাংবাদিক উত্তম রায়, ডিবিসি নিউজের সাংবাদিক মাজেদ মাসুদ, মাই টিভির সাংবাদিক মাহফুজ সাজু, বনিক বার্তার সাংবাদিক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।