বিজেপির সহসভাপতি মুকুল রায় করোনা আক্রান্ত

0
84

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন দল বিজেপির সহসভাপতি ও বিধায়ক মুকুল রায়। সংক্রমণ ধরা পড়েছে তার স্ত্রী কৃষ্ণা রায়ের শরীরেও। মুকুল বাড়িতে নিভৃতবাসে রয়েছেন। কিন্তু গুরুতর অসুস্থ হয়ে পড়ায় সল্টলেকের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে তার স্ত্রীকে।

মুকুলের ঘনিষ্ঠ মহলের দাবি, সভায় যাওয়া ছাড়া মাস্ক বিশেষ ব্যবহার করতেন না মুকুল রায়। বাড়িতেও মাস্ক পরতেনই না। এমনকি তিনি এখনও টিকা নেননি। তবে মুকুলের তেমন কোনও শারীরিক সমস্যা নেই।
সম্প্রতি কৃষ্ণনগর উত্তর থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন মুকুল। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে লড়াইয়ে বিজেপি হেরে গেলেও, লাগাতার ছুটোছুটি চলছিল তার। বিধানসভায় এসে শপথও নিয়ে যান কয়েক দিন আগে। এমনকি বিজেপি-র দলীয় বৈঠকেও যোগ দিয়েছিলেন। তার পরেই তার শরীরে সংক্রমণ ধরা পড়ল।

গত বছর পিত্তথলিতে অস্ত্রোপচার হয় মুকুল রায়ের। তার ঘনিষ্ঠরা জানিয়েছেন, করোনা রিপোর্ট পজিটিভ এলেও, তেমন কোনও অসুস্থতা নেই মুকুলের। তার অবস্থা স্থিতিশীল।