সরিষাবাড়ীতে অসহায় পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

0
146

তৌকির আহমেদ হাসু :  জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ গ্রামীণ ডেভেলপমেন্ট (বিজিডি)ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় দুঃস্থ মানুষের মাঝে ছোলাবুট, খেজুর, মুড়ি, চিনি, সেমাই, নতুন পাঞ্জাবি, লুঙ্গি, সেন্ডেল ও মাস্ক সহ ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামে সমাজসেবক আলহাজ্ব গিয়াস উদ্দিন এর ছেলে বিজিডি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন শফিকুল ইসলাম এর নিজ বাড়ী থেকে ঈদ সামগ্রী
বিতরণের উদ্বোধন ও গরীব অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী বিতরণ করেন
লায়ন শফিকুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে বিলবালিয়া মহিলা দাখিল মাদ্রাসার সিনিয়র মৌলভী শিক্ষক এম এ রউফ, সমাজসেবক আলহাজ্ব গিয়াস উদ্দিন, বিজিডি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন শফিকুল ইসলাম,ইউপি সদস্য রতন bমিয়া প্রমুখ সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজিডি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন শফিকুল ইসলাম জানান, দীর্ঘ দিন যাবৎ সমাজের অবহেলিত পিছিয়েপড়া পরিবারে ছেলে-মেয়েদের লেখা-পড়ার জন্য আর্থিক অনুদান প্রদান, পবিত্র ঈদ উল আযহা ও ঈদ উল ফিতরের অসহায় দরিদ্র মানুষের মাঝে ব্যাক্তিগত অর্থায়নে ত্রান সামগ্রী হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। চলমান করোনা ভাইরাস প্রার্দুভাবে প্রতিরোধে সরকারী বিধি নিষেধ প্রয়োগ করায় কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্যর হাত বাড়ানো অব্যাহত ও করোনা ভাইরাস প্রতিরোধে মাস্কহীনদের মাঝে রাস্তায় রাস্তায় মোড়ে হাট বাজারে হাজার হাজার মাস্ক বিতরণ অব্যাহত রেখেছেন।এছাড়া উপজেলার বেকারত্ব সমস্যা দূর করতে এ ফাউন্ডেশনের উদ্যোগে আউটসোর্সিং আয় বিষয়ক প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার উদ্যোগ নেয়া হচ্ছে বলে তিনি জানান।