এনআরসিতে উত্তাল আসামে বিজেপির জয়

0
97

ভারতের আসামের বিধানসভা নির্বাচনে অনেকটা হেসেখেলেই জয়ী হয়েছে ক্ষমতাসীন বিজেপি-নেতৃত্বাধীন জোট।

রাজ্যটিতে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) নিয়ে ব্যাপক বিক্ষোভের পরেও জনগণের রায় পেল বিজেপিই।

রোববার (২ মে) আসামসহ ভারতের চার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির নির্বাচনের ফল ঘোষণা হচ্ছে।-খবর এনডিটিভির

আসামের বিধানসভায় আসন রয়েছে ১২৬টি। সেখানে বিজেপি নেতৃত্বাধীন জোট ৭৪টিতে এগিয়ে। নির্বাচনে জয়ের প্রয়োজন ৬৪টি আসন।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে হটিয়ে ক্ষমতায় আসে বিজেপি। মুখ্যমন্ত্রী হন দলটির নেতা সর্বানন্দ সোনোয়াল।

তার আমলেই ২০১৮ সালে আসামে এনআরসি প্রকাশিত হয়। ওই তালিকায় চূড়ান্তভাবে ৩ কোটি ১১ লাখ মানুষ নাগরিকত্ব পেলেও বাদ পড়েন ১৯ লাখ ৬ হাজার।

তালিকা প্রকাশের পর এই বিশালসংখ্যক মানুষের ভবিষ্যৎ অনিশ্চয়তা তৈরি হয়। এর প্রতিবাদে আসাম ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ হয়েছে।

আসামের স্বাস্থ্যমন্ত্রী ও বিজেপি নেতা হেমন্ত বিশ্ব শর্মা বলেন, এটি উন্নয়ন ও প্রশমনের জয়।

১২৬টি আসনের নির্বাচনে ৮২ দশমিক শূন্য চার শতাংশ ভোট পড়েছে। ব্যাপক নিরাপত্তার মধ্যে ৩৩১টি কেন্দ্রে ভোট গণনা করা হয়েছে। ২৭ মার্চ, ১ এপ্রিল ও ৬ এপ্রিল—তিন দফায় ভোটগ্রহণ হয়েছে রাজ্যটিতে।