আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে আছে

0
87
ফাইল ছবি।

আওয়ামী লীগের নেতাকর্মীরা সব সময় মানুষের পাশে আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব সময় দুর্গত মানুষের পাশে আওয়ামী লীগ আছে। দেশে ধান কাটার সমস্যা ছিল। আমি বলার সঙ্গে সঙ্গে কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ মানুষের ধান কেটে দিয়েছে।

রোববার মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে অসহায় মানুষকে আর্থিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমরা (আওয়ামী লীগ) কিন্তু জাতির পিতার হাতে গড়া সংগঠন। আমরা সব সময় চিন্তা করি কীভাবে মানুষের পাশে দাঁড়াবো। মানুষকে সহযোগিতা করবো। আওয়ামী লীগ তার পদাঙ্ক অনুসরণ করেই কিন্তু কাজ করে যাচ্ছে। এসময় প্রধানমন্ত্রী জানান, সবার জন্য করোনা ভাইরাসের টিকা নিশ্চিতে কাজ করছে সরকার।