যেমন হলো মৌসুমের প্রথম সুপার ওভার ম্যাচ

0
93
unrisers-hyderabad-vs-delhi-capitals, rtv online

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম সুপার ওভারের ম্যাচে জিতেছে দিল্লি ক্যাপিটালস। সুপার ওভারে আট রানের পুঁজি নিয়ে হার এড়াতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। রোববার চেন্নাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করে চার উইকেটে ১৫৯ রান তুলেছিল দিল্লি।

৩৯ বলে ৫৩ রানের ইনিংস খেলেন পৃথ্বী শ। ২৭ বলে খেলে ৩৭ রান তোলেন ঋষভ পন্থ। সানরাইজার্সদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন সিদ্ধার্থ কল। জবাবে সাত উইকেটে ঠিক ১৫৯ রানে থামে সানরাইজার্স হায়দরাবাদ।

কেন উইলিয়ামস ৫১ বলে ৬৬ রান তোলেন। ১৮ বলে ৩৯ করেন জনি বেয়ারেস্টো। আবেশ খান তিনটি উইকেট আদায় করেন দিল্লির জার্সিতে।

সুপার ওভারের ম্যাচটি গড়ালে দিল্লির হয়ে বল করেন আক্সার প্যাটেল। সাত রান তুলেন সানরাইজার্সের হয়ে নামা ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামস।

আট রানের লক্ষ্যে শিখর ধাওয়ান ও ঋষভ পন্থ খেলতে নামেন। হায়দরাবাদের রশিদ খানের করা ওভারটির শেষ বলে জয় নিশ্চিত হয় দিল্লির।