দিনাজপুরে ব্রাক এর উদ্যোগে রানা প্লাজার ক্ষতিগ্রস্থ ২ পরিবারের মাঝে বাড়ী প্রদান

0
110

শিমুল,দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে ব্রাক হিউম্যানিটারিয়ান প্রোগ্রাম এর উদ্যোগে রানা প্লাজার ক্ষতিগ্রস্থ ২ শ্রমিক এর মাঝে বাড়ী প্রদান করা হয়েছে।

২৪ এপ্রিল শনিবার এই দুই পরিবারের মাঝে বাড়ী প্রদান ভার্চুয়াল পদ্ধতিতে জুম এর মাধ্যমে সংযুক্ত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াাজ উদ্দিন, ঘোড়াঘাট উপজেলার নিবার্হী কর্মকর্তা মোঃ রাফিউল আলম।

ব্রাক হিউম্যানিটারিয়ান প্রোগ্রামের কমিউনিকেশন ডেপুটি ম্যানেজার তারিকুল ইসলাম নাহিদ এর উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে যুক্ত ছিলেন ব্রাক হিউম্যানিটারিয়ান প্রোগ্রামের পরিচালক সাজেদুল হাসান, ব্রাক হিউম্যানিটারিয়ান প্রোগ্রামের ম্যানেজমেন্ট এডভাইজার রেজাউল করিম, ব্রাক হেড অব ব্রাঞ্চ এর ব্রাক হিউম্যানিটারিয়ান প্রোগ্রামের প্রধান মোঃ ইমামুল আজম শাহী,

দিনাজপুর-২ অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক দাবি মোঃ আশরাফ হোসাইন, ব্রাক আঞ্চলিক ব্যবস্থাপক প্রগতি সবুজ সাহা, ফুলবাড়ী উপজেলা দাবি এর এলাকা ব্যবস্থাপক মোঃ আব্দুর রাজ্জাক, ফুলবাড়ী উপজেলা দাবি এর শাখা ব্যবস্থাপক এটিএম মোমিনুল ইসলাম মন্ডল, বারাইহাট দাবি এর শাখা ব্যবস্থাপক মোঃ শাহজাহান হোসাইন, ফুলবাড়ী বিসিইউপি শাখা ব্যবস্থাপক ফরিদুল ইসলাম।

রানা প্লাজার ক্ষতিগ্রস্থ এই দুই শ্রমিক পরিবারের মধ্যে রয়েছেন দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার বিশায়েনায়েতপুর গ্রামের রায়হান কবির এবং ফুলবাড়ী উপজেলার বারাইহাট গ্রামের রেবেকা খাতুন।

রানা প্লাজার ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবার ঘোড়াঘাট উপজেলার বিশায়েনায়েতপুর গ্রামের রায়হান কবির এর হাতে ৫ লক্ষ ৯৬ হাজার টাকা ব্যায়ে একটি বাড়ীর চাবি হস্তান্তর করেন ঘোড়াঘাট উপজেলার নিবার্হী কর্মকর্তা মোঃ রাফিউল আলম। ফুলবাড়ী উপজেলার বারাইহাট গ্রামের রেবেকা খাতুন এর হাতে ৭ লক্ষ ২১ হাজার টাকা ব্যায়ে বাড়ীর চাবি হস্তান্তর করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াাজ উদ্দিন।