মোংলা পোর্ট পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের  স্বাস্থ্য সুরক্ষা প্রশিক্ষণ শুরু

0
83

মোঃসোহেল, মোংলা প্রতিনিধি: পেশাগত স্বাস্থ্য সুরক্ষা এবং সংক্রামক রোগ মোকাবেলায় মোংলা পোর্ট পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য করণীয় বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে পৌর শহরের পোর্ট স্কুল মিলনায়তনে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব অমল কৃঞ্চ সাহা, হিসাব রক্ষক নিজাম উদ্দিন বাহাদুর, কনভেন্সী পরিদর্শক মিজানুর রহমান, স্বাস্থ্য সহকারী মাসুদ আলম, কম্পিউটার অপারেটর মো: হাসান। প্রশিক্ষণে পৌরসভার ৬৬ জন নারী-পুরুষ পরিচ্ছন্নতা কর্মী অংশগ্রহণ করেন।

মঙ্গলবার প্রথম দিনে ২২ জন প্রশিক্ষণে অংশ নিয়েছেন। বাকীরা ২২ জন করে আগামী ১৫ ও ১৭ এপ্রিল প্রশিক্ষণ নিবেন। প্রশিক্ষণ শেষে পরিচ্ছন্নতা কর্মীদের হাতে সনদপত্র, নগদ ৫শ টাকা, পোশাক, পায়ের বুট ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান।