শ্রীলঙ্কায় পৌঁছে করোনার নমুনা দিলেন ক্রিকেটাররা

0
80

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। কলম্বোয় পৌঁছেই করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন ক্রিকেটাররা। এর আগে সোমবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল।

এই সিরিজের জন্য ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বিসিবি। প্রাথমিক দলের ক্রিকেটার, কোচিং স্টাফ ও বিসিবি কর্মকর্তাসহ ৪১ জনের বহর নিয়ে দ্বীপ দেশটিতে পাড়ি দিল বাংলাদেশ।

বিমানবন্দরের কাছেই নেগোম্বোতে তিন দিনের কোয়ারেন্টাইন করতে হবে বাংলাদেশ দলের সবাইকে। এরপর কোয়ারেন্টিনের মধ্যেই অনুশীলনের সুযোগ মিলবে দুই দিন।

১৭ এপ্রিল থেকে নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে মুমিনুল-তামিমরা। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল। দুটি ম্যাচই হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে।