আজ অনন্য নজির গড়তে পারেন ওয়ার্নার

0
88

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএল ২০২১-এ নিজেদের প্রথম ম্যাচেই অনবদ্য এক নজির গড়তে পারেন সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ব্যাট হাতে ৮৮ রান করলে তিনি কেকেআরের বিরুদ্ধে ১০০০ রান করার কৃতিত্ব অর্জন করবেন। সেক্ষেত্রে তিনি আইপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে কোনো একটি দলের বিরুদ্ধে হাজার রান পূর্ণ করার রেকর্ড গড়বেন।

এবছর আইপিএলে যে ৫টি ব্যাক্তগত মাইলস্টোন ছুঁতে পারেন ওয়ার্নার, দেখে নেওয়া যাক সেই তালিকা:-

১. ২টি ম্যাচে মাঠে নামলেই ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ৩০০টি টি-২০ ম্যাচ খেলার মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন ডেভিড ওয়ার্নার। ৩২ নম্বর ক্রিকেটার হিসেবে এমন কৃতিত্ব অর্জন করবেন তিনি।

২. ১৭৬ রান করলে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-২০ ফর্ম্যাটে ১০ হাজার রানের মাইলফলক ছোঁবেন অজি তারকা। এই কৃতিত্ব রয়েছে শুধু তিন জনের। ক্রিস গেইল, কায়রন পোলার্ড ও শোয়েব মালিকের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে এমন কৃতিত্ব অর্জন করতে পারেন ডেভিড।

৩. ২টি ক্যাচ ধরলে আইপিএলে ১৫০ ক্যাচের বৃত্ত পূর্ণ করবেন ওয়ার্নার।

৪. ৫টি ছক্কা মারলে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ২০০টি ছক্কা হাঁকানোর নজির গড়বেন সানরাইজার্স অধিনায়ক।

৫. কেকেআরের বিরুদ্ধে ১০০০ রান পূর্ণ করার জন্য ওয়ার্নারের প্রয়োজন ৮৮ রান। আইপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে কোনও একটি দলের বিরুদ্ধে ১ হাজার রান করার নজির গড়তে পারেন ডেভিড।