রাষ্ট্রদ্রোহের অভিযোগে সৌদিতে তিন সেনার মৃত্যুদণ্ড

0
89

রাষ্ট্রদ্রোহের দায়ে তিন সৈনিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। শনিবার (১০ এপ্রিল) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সৌদি প্রেস এজেন্সি জানায়, ওই তিন সৈনিকের নাম মোহাম্মদ বিন আহমেদ বিন ইয়াহিয়া আকম, শাহের বিন ঈসা বিন কাসিম হাক্কাবী এবং হামাউদ বিন ইব্রাহিম বিন আলী হাজমী।

সৌদি প্রেস এজেন্সি আরও জানায়, এই তিনজন শত্রুদের সাহায্য করতে সেনাবাহিনীর স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হন। তিন অভিযুক্তের বিরুদ্ধে নিন্দা জানিয়ে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সশস্ত্র বাহিনী যারা শপথের মাধ্যমে সৌদি আরবের স্থিতিশীলতা রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। তাদের প্রতি সরকারের আস্থা আছে। সৌদি আরবে সেনা সদস্যদের সাজার ঘটনা বিরল।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জানায়, ২০১৯ সালে রেকর্ড সংখ্যক ১৮৪ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব।