মেঘনা নদীতে নৌ পুলিশ অভিযান চালিয়ে ১ লক্ষ, ২০ হাজার মিটার জাল আটক

0
88

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলা মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে অভয় আশ্রমে মাছ শিকার এর নিষেধাজ্ঞা থাকলেও জেলেরা বসে নেই।

এদিকে বরিশাল অঞ্চল এর নৌ পুলিশের এসপি এর নির্দেশক্রমে হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল এর নেতৃত্বে ১০ এপ্রিল (শনিবার) মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ লক্ষ ২০ হাজার মিটার সুতার জাল আটক করে। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাব-ইন্সপেক্টর শহিদুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স।

আটককৃত জাল হিজলা নৌ পুলিশ ফাঁড়ির সামনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। নৌ পুলিশ ইনচার্জ সোহেল বলে আমরা অভয় আশ্রমে ১ মার্চ থেকে অভিযান চালিয়ে লক্ষ লক্ষ মিটার বিভিন্ন প্রজাতির জাল, কয়েক শত মন মাছ সহ ১৮০ জেলেকে আটক করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজের আদালতে সোপর্দ করেছি। তিনি আরো বলেন আমাদের অভিযান অব্যাহত থাকবে।