স্থগিত পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফর

0
77

শুরুতে ১২ এপ্রিল ঢাকায় পৌঁছানোর কথা ছিল পাকিস্তানের যুব ক্রিকেটারদের। এক সপ্তাহের লকডাউন শুরু হলে সূচি পাল্টে চলে যায় ১৭ এপ্রিল। এদিনও বাংলাদেশের আসা হচ্ছে না পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের। ১৪ এপ্রিল থেকে সরকার সারাদেশে সর্বাত্মক কঠোর লকডাউন ঘোষণা করায় স্থগিত হয়ে গেল দলটির সফর।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খবরটি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে। তারা জানিয়েছে, বাংলাদেশে করোনা পরিস্থিতির অবনতি ও লকডাউনের কারণে দুদেশের ক্রিকেট সিরিজ স্থগিত করা হয়েছে।

বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু এনাম মোহাম্মদ কায়সার বলেন, ‘করোনাকালের বিধি-নিষেধ বিবেচনা করে আমরা সিরিজটি স্থগিত করেছি। পরিস্থিতির উন্নতি হলে ঈদ-উল-ফিতরের পর সুবিধাজনক সময়ে পিসিবি’র সঙ্গে আলোচনা করে সিরিজটি আয়োজনের চেষ্টা করব আমরা।’

সফরে একটি যুব টেস্ট ও পাঁচটি যুব ওয়ানডে খেলার কথা ছিল পাকিস্তানের। এর আগে স্থগিত হয় আফগানিস্তান-১৯ দলের বিপক্ষে ক্রিকেট সিরিজ।