করোনায় আক্রান্ত মেহের আফরোজ চুমকি

0
79
ছবিঃ সংগৃহীত

গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ ফল আসে বলে এই সাংসদ জানিয়েছেন।

মেহের আফরোজ চুমকি সাংবাদিকদের বলেন, সংসদে যোগ দেওয়ার আগে তিনি গত ২৯ মার্চ নমুনা টেস্ট করান। তখন তার করোনাভাইরাস নেগেটিভ হয়। এর কয়েকদিন পর থেকেই তার শরীরে তাপমাত্রা বৃদ্ধি, ঠান্ডা-সর্দির লক্ষণ দেখা দিলে গত শনিবার সকালে তিনি ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার জন্য ফের নমুনা দেন বলে জানান।

ওইদিন সন্ধ্যায় ওই নমুনায় করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে বলে তিনি জানান। তিনি আরও জানান, ঢাকার বাসায় তিনি হোম আইসোলেশনে থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তবে শারীরিকভাবে তিনি এখন সুস্থ আছেন।

তিনি তার রোগমুক্তির জন্য সকল নেতা-কর্মীসহ শুভাকাঙ্ক্ষীদের দোয়া চেয়েছেন।

গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে করোনার টিকাদান কর্মসূচির শুরু হলে প্রথম দিনই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি করোনার টিকা গ্রহণের মাধ্যমে কালীগঞ্জ উপজেলায় টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। ভ্যাকসিন নেওয়ার ১ মাস ২২দিন পর তিনি করোনায় আক্রান্ত হলেন।