শ্রীনগরে রাস্তায় মাটি ভরাটের কাজ শুরু

0
100

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দীতে একটি রাস্তায় মাটি ভরাটের কাজ শুরু হয়েছে। শুক্রবার বিকালে বিবন্দী গ্রামের মো. সোবাহান ঢালীর বাড়ির সামনে থেকে বিবন্দী বাজার হয়ে বানির বাড়ি পর্যন্ত প্রায় ১১শ’ ফুট বেহাল কাঁচা রাস্তা উন্নতিকরণে মাটি ভরাটের কাজ উদ্বোধন করেন কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. বাবুল হোসেন বাবু।

এসময় উপস্থিত ছিলেন কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক আক্তার হোসেন মিন্টু, হানা গ্রæপের (বাংলাদেশ) চেয়ারম্যান মো. হারুন অর রশিদ মোল্লা, বিবন্দী বাজার কমিটির সভাপতি আব্দুস সাত্তার মুক্তার, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সেন্টু মুক্তার, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইউসুফ শেখ, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন মোল্লা, ইউপি সচিব মো. ইদ্রীস আলী শেখ, যুবলীগ নেতা এ্যাডভোকেট আব্দুল মঈম কমল, মো. মহিউদ্দিন হাওলাদার, রফিকুল ইসলাম মোল্লা, আব্দুল কুদ্দুস শেখ, মো. রিপন মোল্লা, মো. নজরুল ইসলাম হাওলাদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু, স্থানীয় ইউপি সদস্য মো. কাইয়ুম মিন্টু, মোকশেদুর রহমান, মহিলা ইউপি সদস্য রেখা বেগম, সাবেক সদস্য সেলিনা মোস্তাক প্রমুখ।

শুক্রবার এর আগে ইউনিয়নের দত্তগাঁওয়ে গ্রামে একটি রাস্তার মাটি ভরাটের কাজ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান হাজী মো. বাবুল হোসেন বাবু।