ঈশ্বরগঞ্জে স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যাবহারে ভ্রাম্যমাণ আদালত

0
84

মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)প্রতিনিধিঃ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সাধারণ জনগণকে স্বাস্থবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত লক্ষ্মিগঞ্জ, মাইজবাগ, মধুপুর, উচাখিলা, রাজিবপুর, শাহগঞ্জ বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।

অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোঃ নূরুল হুদা খান সহযোগিতা করেন। অভিযানকালে ৩ জন দোকানী কে মাস্ক না থাকায় এবং স্বাস্থ্যবিধি না মানায় ৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, ঈশ্বরগঞ্জের বিভিন্ন বাজার ঘুরে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মাস্ক পরিধান না করায় পৃথক পৃথক ভাবে ৩ জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার এসআই আমিরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার প্রমুখ।