লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা ও মানবপাচারের অভিযোগে পল্টন থানায় ৩৮ জনের বিরুদ্ধে সিআইডির মামলা

0
75

এস,এম,মনির হোসেন জীবন : বাংলাদেশ থেকে অবৈধ ভাবে লিবিয়াতে মানবপাচারের অভিযোগে ও লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় ৩৮ জনের বিরুদ্ধে ডিএমপি পল্টন থানায় মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ডিএমপি’র পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক আজ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের পল্টন থানার মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে ও হত্যার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

পুলিশের এই কর্মকর্তা গনমাধ্যমকে বলেন, মঙ্গলবার রাতে সিআইডির উপ-পরিদর্শক (এসআই) রাশেদ ফজল বাদী হয়ে ৩৮ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ১। মামলায় ৩৮ জনের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।

(ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, মামলাটি সিআইডি তদন্ত করবে। এসব আসামিরা দীর্ঘদিন ধরে লিবিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন বাংলাদেশ দেশে মানুষ পাচার করে আসছিল।