গোপালপুরে মাস্ক না পড়ায় ভ্রাম্যমান আদালতে অর্থদণ্ড ও মাস্ক বিতরণ

0
75

মো. নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি: দ্বিতীয় ধাপে করোনা ভাইরাসের সংক্রমণরোধে মাস্ক না পড়া অপরাধে ১৩ জন পথচারীকে ২ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত ও মাস্ক বিতরণ করা হয়।

(২৯ মার্চ) মঙ্গলবার বিকাল ৫ টায় পৌর শহরের বাসস্ট্যান্ড, সূতীবাজারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইয়াসমিন সীমা। এ সময় তার সঙ্গে ছিলেন গোপালপুর থানার এসআই নাজমুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক। তিনি জানান- ‘করোনারোধে মঙ্গলবার বিকালে পৌর শহরের বিভিন্ন স্থানে মাস্ক ব্যবহার নিশ্চিত করণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান করা হয়েছে। এসময় মাস্ক না পড়ার অপরাধে ১৩ জনকে মোট ২ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মাস্ক ও বিতরণ করা হয়। আরও জানান, এ ধরণের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।