মিয়ানমারে একদিনে নিহতের সংখ্যা বেড়ে ৯১

0
94

মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর গুলিতে একদিনে নিহতের সংখ্যা বেড়ে ৯১ জনে দাঁড়িয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৪শ’ ১১ ছাড়িয়েছে।

জান্তা সরকারের নিষেধাজ্ঞা ও আহ্বান উপেক্ষা করে শনিবারও (২৭ মার্চ) রাস্তায় নেমে আসেন গণতন্ত্রপন্থিরা। এদিনও আন্দোলনকারীদের ওপর গুলি চালায় পুলিশ। এখন পর্যন্ত জান্তা সরকারের গুলিতে ৪১১ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন।

এর আগে, শনিবার সকালে রাজধানী নেইপিদোতে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে প্যারেডসহ সাঁজোয়াযান নিয়ে সমরাস্ত্র প্রদর্শন করে মিয়ানমারের সামরিক বাহিনী।

এ সময় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে, গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সেনাপ্রধান মিন অং লাইং। সশস্ত্রবাহিনী দিবস উদযানের দিনে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে আবারও বিক্ষোভকারীদের এই মৃত্যুর ঘটনা ঘটলো। সূত্র: নিক্কি এশিয়া