২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

0
135

চৌধুরী নুপুর নাহার তাজ, নিজস্ব প্রতিনিধি: ২৫ মার্চ, গণহত্যা দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে বর্বর পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যা স্মরণে বাংলাদেশ সরকার ২০১৭ সাল থেকে জাতীয়ভাবে গণহত্যা দিবস পালন করে আসছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও পৃথক কর্মসূচি হাতে নিয়েছে।

তারই ধারাবাহিকতায় দিনাজপুরের খানসামায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে দুপুর ১২ টায় খানসামা উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভার্চ্যুয়াল ভাবে উপস্থিত ছিলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম, খানসামা উপজেলা চেয়ারম্যান আবু হাতেম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহমেদ শাহ, খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, মাধ্যমিক শিক্ষা অফিসার আজমুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোজাহারুল ইসলাম, উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল রানা, খানসামা উপজেলা প্রেসক্লাবের সভাপতি তাজ চৌধুরী সহ উপজেলার কর্মকর্তা ও ছাত্রলীগ, মৎস্যজীবী লীগ প্রমুখ।