শ্রীনগরে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে

0
85

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে পাথওয়ে ও মীর ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে করোনা আক্রান্ত রোগীদের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রাঢ়ীখাল এলাকার দামলা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে উক্ত অ্যাম্বুলেন্স সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন পাথওয়ে সামাজিক সংগঠনের উপদেষ্টা কর্নেল (অবঃ) মীর মোতাহার হাসান, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা, পাথওয়ে নির্বাহী পরিচালক ইমারত হোসেন ইমু, রাঢ়ীখাল ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক খান, মীর ফাউন্ডেশনের সেক্রেটারী মীর আকবর আলী প্রমুখ।

এই অ্যাম্বুলেন্স সার্ভিস চালুর মাধ্যমে করোনায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় সার্ভিসটি বিনামূল্যে সেবা প্রদান করবে। এছাড়াও পাথওয়ে ও মীর ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৫০ জন অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।