ফেসবুকে নরেন্দ্র মোদির আগমন বিরোধী প্রচারণা করায় ঠাকুরগাঁওয়ে এক কিশোর আটক

0
156

ফরিদুল ইসলাম রঞ্জু, ঠাকুরগাঁও:  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বিরোধী ভিডিও ফেসবুকে প্রচার করায় ঠাকুরগাঁওয়ে হুমাইউন কবির নামে(১৭) এক কিশোরকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০মার্চ) বিকেলে শহরের মন্দিরপাড়া এলাকার চৌধুরী ছাত্রাবাস থেকে তাকে আটক করা হয়।

আটক হুমায়ুন কবির (১৭) বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ধনীবস্তি গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশে আগমন বানচাল করার লক্ষ্যে ও বিভিন্ন শ্রেণী বা সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃনা বিদ্বেশ সৃষ্টি করে সাম্প্রদায়িক অস্থিরতা বিশৃঙ্খলা সহ আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) ভিডিও আপলোড করার অপরাধে তাকে আটক করা হয়। এ সময় তার থেকে একটি মোবাইল ডিভাইস উদ্ধার করা হয় ।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, আটক তরুণের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তার এই কর্মকাণ্ডে আরও কারো মদদ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।