বাগমারায় মহিলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0
94

রুস্তম আলী শায়ের,বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ত্রি-বার্ষিক সম্মেলনের শুরুতে জাতীয় এবং মহিলা লীগের দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতীক পায়রা সহ বেলুন উড়িয়ে দেয়া হয়। শনিবার ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে উপজেলা মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করেন উপজেলা মহিলা আওয়াী লীগ। ত্রি-বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে কহিনুর বানুকে সভাপতি এবং জাহানারা বেগমকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। দীর্ঘ ৭ বছর পর জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো মহিলা লীগের সম্মেলন। উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী রাজনীতি সাথে মহিলা আওয়ামী লীগ জড়িত। মহিলা আওয়ামী লীগ চড়াই-উৎরায় পেরিয়ে এরই মধ্যে ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। মহিলা লীগের রাজনীতির সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার স্বপক্ষের সংগঠন। সেই সংগঠনের একটা অংশ হচ্ছে মহিলা লীগ। মহিলা লীগ যে কোন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সেই সাথে আওয়ামী লীগের সহযোগি সংগঠন হিসেবে সুন্দর ভাবে কাজ করে যাচ্ছে মহিলা আওয়ামী লীগ।

বর্তমান সময়ে পুরুষের সাথে মহিলারাও সমান ভাবে ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। দলীয় প্রার্থীকে বিজয়ী করতে প্রতিটি নির্বাচনে নারীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে। বাগমারার প্রতিটি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ উর্বর ভূমিতে পরিনত হয়েছে। শক্তিশালী হয়েছে মহিলা লীগের সংগঠন। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলাদের জন্য বিভিন্ন প্রকার ভাতা সহ সুযোগ সুবিধা প্রদান করছেন। মহিলা আওয়ামী লীগকে শক্তিশালী করতে আওয়ামী লীগের নেতৃবৃন্দদের আহ্বান জানান।

প্রধান অতিথি আরো বলেন, বাগমারায় মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্যে দিয়ে আরো শক্তিশালী হবে সাংগঠনিক কার্যক্রম। ত্রি-বার্ষিক সম্মেলননে মহিলা লীগ বাগমারায় নেতৃত্বে গণজোয়ার সৃষ্টি করেছে। তারা প্রমান করেছে কোন ফতুয়ার কাছে তারা জিম্মি না। নিজেদের প্রয়োজনে পুরুষের পাশাপাশি মহিলা রাজনীতিতে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। মহিলা লীগের সাংগঠনিক কার্যক্রম সুন্দর ভাবে পরিচালিত করতে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কহিনুর বানুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনাগ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তহুরা হক। ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করবেন, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মর্জিনা পারভিন।

বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নাসরিন আক্তার মিতা, সহ-সভাপতি প্রভাষক রোখসানা মেহবুব চপলা, নাসরীন আক্তার লাভলী, নুর জাহান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক জয় জয়ন্তী সরকার মালতী, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মরিয়ম বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়া লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী প্রমুখ। উক্ত সম্মেলনে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দে উপস্থিত ছিলেন।