বাংলাদেশ সহ চার দেশের নারীদের বিয়েতে নিষেধাজ্ঞা সৌদি সরকারের

0
112

আবদুল্লাহ আল মামুন সৌদি আরব থেকে: সৌদি সরকার বিদেশি নারীদের বিয়েতে নিরুৎসাহিত করতে নতুন এক নিষেধাজ্ঞা জারি করেছে। ‌এই নিষেধাজ্ঞা বলা হয়েছে বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার ও চাঁদের নারীদের বিয়ে করতে পারবে না সৌদি পুরুষরা।

সৌদি সরকার জানিয়েছেন বিদেশি নারীদেরকে বিয়ে করতে হলে এখন থেকে কঠোর নিয়ম মেনে চলতে হবে সৌদি পুরুষদেরকে। এক্ষেত্রে সরকারের সম্মতির পাশাপাশি আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে। আবেদন করার সময় পরিচয় এর সমস্ত প্রমাণাদি জমা দিতে হবে এবং পুরুষ বিবাহিত হলে অবশ্যই তার স্ত্রী কঠিন রোগে ভুগেছেন অথবা সন্তানদানে অক্ষম এই সংক্রান্ত হাসপাতালের কাগজপত্র অবশ্যই প্রমাণ সহকারে দিতে হবে।

স্ত্রীকে ডিভোর্স এর ছয় মাসের মধ্যে আবেদন করা যাবে না। এবং ২৫ বছরের কম বয়সীরা আবেদন অযোগ্য বলে বিবেচিত হবেন।