নানা আয়োজনে বাগআঁচড়ায় বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী উদযাপিত

0
99

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের শার্শার বাগআঁচড়ায় নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার(১৭ মার্চ) দিন ব্যাপি বাগআঁচড়া হাইস্কুল মাঠে বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ১০১পাউন্ডের কেক কেটে মুজিব বর্ষ উদযাপনের শুভ সূচনা করেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির।

প্রধান বক্তা ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এর আগে জাতীর জনকের ১০১তম জন্মশতবার্ষীকী উপলক্ষে এক বিশাল আনন্দ র‍্যালী শেষে বঙ্গবন্ধু মূর‍্যালে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, আওয়ামী লীগ নেতা আবু তালেব সরদার, আবু তালেব মেম্বর, আলমগীর কবির মেম্বর, মুহিদুল ইসলাম, ইদ্রিস সাহজী, জিয়াউর রহমান মেম্বর, ডাঃ নুরুল ইসলাম, গাজী মুছা, ইদ্রিস আলী বিশ্বাস, আল আমিন খান, মোজাম গাজী, ডাঃ আহসান হাবিব রানা, আব্দুল হান্নান মেম্বর, খায়রুল আলম দুষ্টু, সেলিম রেজা, লাল্টু গাজী, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ইকবাল হাসান তুতুল, বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদি হাসান অপু সাবেক সভাপতি রেজাউল ইসলাম, বাগআঁচড়া কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান সাবেক সভাপতি আক্তারুজ্জামান সহ ওয়ার্ড থেকে আগত আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা কমান্ডের নেতা কর্মি বৃন্দ।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আলহাজ্ব খায়রুল আলম।