পুঠিয়ায় মাটিবাহী ড্রাম ট্রাক আটক,৩ জনের কারাদণ্ড

0
91

পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়ায় মাত্রাতিরিক্ত মাটি বহনে গ্রামীণ সড়কের ক্ষতির করার কারণে ১০ চাকার ৩টি মাটি বোঝাই ড্রাম ট্রাক আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। পরে আটককৃতদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাছ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

আদালতে তিনটি ট্রাক মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেন। পাশাপাশি ওই তিন চালকের কোনো প্রকার বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে এক মাস করে কারাদান্ড প্রদান করেন। আটক ও সাজাপ্রাপ্ত চালক আরশেদ (২৬) আলী ও রোজারী চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের আমিরুল ইসলাম ও মাহাতাব আলীর ছেলে। ওপর চালক ওয়াহাব(৪০) নাটোর বড়গাছা এলাকার রুহুল আমিনের ছেলে।

গতকাল (১৬ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে আটক করা হয়। এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন,গত কয়েকদিন থেকে সন্ধ্যা ও রাতে পুঠিয়া-আড়ানী সড়কে কয়েকটি ১০ চাকার ড্রাম ট্রাক মাত্রাতিরিক্ত মাটি বহন করছে। এতে করে গ্রামীন সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। রাস্তার সুরক্ষায় আমাদের এই অভিযান অব্যহত থাকবে।