ফের শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

0
82

৬ মে থেকে ফের শুরু হচ্ছে স্থগিত হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ। তবে এবার এ টুর্নামেন্টটি আয়োজন করা হবে টি-২০ ফরম্যাটে। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) এর সভা শেষে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ।

মহামারী করোনা ভাইরাসের কারণে গত বছর স্থগিত করে দেওয়া হয় সব ধরণের ক্রিকেট। একটি রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর স্থগিত হয়ে গিয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগ। এরপর অক্টোবরে তিনটি দলকে নিয়ে লিস্ট-এ টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্ট’স কাপ এবং এরপর পাঁচ দলকে নিয়ে আয়োজিত হয় টি-২০ টুর্নামেন্ট বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

কাজী ইনাম আহমেদ জানান, টুর্নামেন্ট যেভাবে হচ্ছিল সেভাবেই চলবে। শুধু টি-২০ ফরম্যাটে হবে। প্রত্যেকটা দলের প্রতিদিন ম্যাচ থাকবে এবং প্রতিদিন দুইটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।