বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

0
91

বাংলাদেশ সফরে আসছে পাাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আগামী এপ্রিলে অনুষ্ঠিতব্য এই সফরে একটি চার দিনের ম্যাচ ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। ১১ মে চার দিনের ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। এপ্রিলের শেষ সপ্তাহে বাংলাদেশে পা রাখবে পাকিস্তান যুব দল। এরপর শুরু হবে কোয়ারেন্টিন পর্ব। কোয়ারেন্টিনে থাকাকালীন সীমিত আকারে অনুশীলন করার সুযোগ পাবে তারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার পাকিস্তানের বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। পাকিস্তান যখন আসবে তখন ভারতের নৈদায় থাকবে বাংলাদেশ যুব দল। সেখানে আফগানিস্তানের বিপক্ষে একটি চারদিনের ম্যাচ ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ চলবে। খেলা শেষে তারা ৫ মে দেশে ফিরবে।

বাংলাদেশের ভারত সফর ১০ দিন পিছিয়ে দেয়া হয়েছে। আফগানিস্তানের ছাড়পত্র নিশ্চিত হবার পরই ২০ মার্চ দেশ ছাড়বে যুব টাইগাররা। এই মুহূর্তে আফগানিস্তানের হোম ভেন্যু হলো ভারতের নৈদা। তবে ভারতের কঠোর কোয়ারেন্টিনের নিয়মের কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজে সময়সূচি পেছাতে বাধ্য হয়েছিল।

যেহেতু সিরিজটি পিছিয়ে গেছে, তাই একমাত্র চারদিনের ম্যাচটি বাতিল করে, শুধুমাত্র পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আলোচনা করছে দুই দেশের ক্রিকেট বোর্ড। এদিকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির জন্য আগামী নভেম্বরে ভারত ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করতে চায় বিসিবি। বর্তমানে মিরপুরে ২২ জন ক্রিকেটারকে নিয়ে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প চলছে।