রামপালে ইউপি নির্বাচনে ‘নৌকার’ মনোনয়ন পাচ্ছেন যারা

0
86

স্টাফ রিপোর্টার : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন রামপাল উপজেলায় নির্বাচনের দিনক্ষন চুড়ান্ত ৷ মাঠ প্রস্তুত করতে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ একে একে বিভিন্ন ইউনিয়নে তাদের নেতাকর্মীদের নিয়ে সমাবেশ করছে ৷ ভোটের আগেই নতুন উদ্যোমে কাজ করতে বাড়তি অক্সিজেন যোগাচ্ছেন নেতৃত্বরা ৷ তবে আওয়ামীলীগ প্রতিটি ইউনিয়নে তাদের মনোনীত প্রার্থী দেবে ৷ সেই মোতাবেক আওয়ামীলীগ নেতাকর্মীরা মনোনয়ন জমা করেছেন ৷ দলীয় প্রতীকেই এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৷

ক্ষমতাসীন দলের মধ্যেই মনোনয়নপ্রত্যাশীর ছড়াছড়ি। প্রায় প্রতিটি ইউনিয়নে গড়ে পাঁচ থেকে দশজন বা তারও অধিক দলীয় নেতা চেয়ারম্যান পদে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন । দলীয় প্রতীক পেতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ করছেন তারা৷

উপজেলা আওয়ামীলীগ সূত্রে প্রাপ্ত খবরে, উপজেলার ১০ টি ইউনিয়ন থেকে মোট ৪১ জন ভোটযুদ্ধে অংশগ্রহন করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৷

আওয়ামীলীগের নীতিনির্ধারনী পর্যায়ের একাধিক সূত্রে জানাগেছে, ইউপি নির্বাচনের আগেই পৌরসভায় অনুষ্ঠিত হয়েছিল নির্বাচন ৷ সেখানে আওয়ামীলীগ বিজয় নিশ্চিত করেছে ৷ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে দলের জন্য নিবেদিত,ত্যাগী ও যোগ্য প্রার্থীদের তারা মনোনয়ন দেবেন ৷ পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলো আওয়ামীলীগ ৷ ইউপি নির্বাচনেও তার ব্যাতিক্রম ঘটবে না ৷ অর্থাৎ, বিদ্রোহী প্রার্থীরা মনোনয়ন পাবেন না ৷

আওয়ামীলীগ তাদের প্রার্থী বাছাই করতে বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নিচ্ছেন ৷ বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে ক্লিন ইমেজের প্রার্থীকেই মনোনীত করবেন তারা ৷ এক্ষেত্রে পর্যালোচনা করা হবে তৃণমূলের রেজুলেশন, দলের জন্য ত্যাগী ক্লিন ইমেজের নেতা ৷ যারা দীর্ঘদিন আওয়ামীলীগের জন্য নিবেদিতভাবে কাজ করেছেন এবং সবার কাছেই গ্রহনযোগ্যতা আছে এমন পরীক্ষীত নেতাদের হাতেই দল তাদের নৌকা প্রতীক তুলে দেবেন ৷

শেষ পর্যন্ত চুড়ান্ত প্রার্থীদের দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠি দেয়া হবে ৷ যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো ছাড় দেবেন না বলেও সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে ৷