শ্রীনগরে নানা আয়োজনে ৭ মার্চ পালিত

0
84

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে নানা আয়োজনে মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শেষে শ্রীনগর শিশু একাডেমি আয়োজিত বিভিন্ন বিষয়ে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে মুক্তিযুদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে উপজেলা প্রশাসন, শ্রীনগর থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, শ্রীনগর প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ পুস্পস্তবক অর্পন করে।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) কেয়া দেবনাথ, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা, উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রেজাউল হক, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার, আঃ লতিফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক হারুন উর রশিদ, ষোলঘর ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, সোলায়মান খাঁন, নুরুল ইসলাম, সেলিম তালুকদার, বাবুল হোসেন বাবু, শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শামীম হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আমজাদ হোসেন, শিক্ষক অধীর দত্ত প্রমুখ।