গণপরিবহনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করুন : এলডিপি

0
71

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয় কর্তৃক গণপরিবহন ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে ২০ দলীয় জোট শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম মানুষের সামর্থ্য ও কষ্টের কথা বিবেচনা করে গণপরিবহনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং যানবাহন চলাচলে স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

সোমবার (১ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় এ আহ্বান জানান।

তারা বলেন, গণপরিবহনের ভাডা ৬০% বৃদ্ধি দেশে নতুন সঙ্কট সৃষ্টি করবে। করোনার দোহাই দিয়ে ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্ত জনগণের পকেট কাটার শামিল। এধরণের সিদ্ধান্তে সাধারণ মানুষের সঙ্কটের অন্ত থাকবে না। এমনিইতো নিম্ন ও মধ্যবিত্তের মানুষ আয়-রোজগার বন্ধ হয়ে মারাত্মক সমস্যায় আছে। এমতাবস্থায় গণপরিবহণে ৬০ ভাগ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

নেতৃদ্বয় আরো বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয় কর্তৃক যানবাহনের ভাড়া কোনো কারণ ছাড়াই ৬০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক ও অগ্রণযোগ্য। সরকার জনগণকে কষ্টের মধ্যে না ফেলে পরিবহন খাতে প্রণোদনা দেয়ার ব্যবস্থা করতে পারতেন।