বরগুনায় বেতন ভাতার দাবিতে গ্রাম পুলিশ বাহিনীর অবস্থান কর্মসূচি

0
88

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে বকেয়া বেতন ভাতার দাবিতে গ্রাম পুলিশ বাহিনীগণের সপরিবার সহ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (২মার্চ) সকাল ১০টার সময় বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন তালতলী উপজেলা শাখার উদ্যোগে ২০২০-২০২১অর্থ বছরে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের কর্মচারী গ্রাম পুলিশ বাহীনির বেতন ভাতার দাবিতে উপজেলা পরিষদ চত্ত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গ্রাম পুলিশ বাহীনির সূত্রে জানা গেছে,উপজেলার ৭টি ইউনিয়নের মোট ৭০জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে সাতজন দফাদার ও ৬৩ জন মহল্লাদার নিয়োজিত আছে।সরকারি নির্দেশ অনুযায়ী দফাদারা প্রতি মাসে ৭০০০ টাকা ও মহলাদাররা ৬৫০০ টাকা করে বেতন পেয়ে থাকেন।কিন্তু ২৩মাস ধরে কোনো বেতন, উৎসব,এবং হাজিরা ভাতা পাচ্ছে না।অবস্থান কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান বকেয়া বেতন পরিশোধ করার আশ্বাস দিয়েছেন।

দফাদার গাজী মো.চান মিয়া বলেন,বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে। অথচ গ্রাম পুলিশরা নিম্ন আয়ের মানুষেও উন্নীত হতে পারেনি।আমাদের দিকে কেউ ফিরেও তাকায়নি। প্রায় ৪০ বছর এভাবেই আমাদের জীবন চলছে। আমরা মর্যাদা নিয়ে মানুষের মতো বাঁচতে চাই।আমরা করোনা কালীন থেকে এখন ও পযর্ন্ত মানবেতার জীবন যাপন করে আসছি।আমরা উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) মহাদয়ের কাছে স্বারক লিপি পেশ করেছি।

গ্রাম পুলিশ বাহিনীর অবস্থান কর্মসূচিতে মো.সোলায়মান,আব্দুল কুদ্দুস হাওলাদার, ইউসুফ মিয়াসহ বিভিন্ন ইউনিয়নের দফাদার ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য গ্রাম পুলিশ বাহীনির সপরিবারসহ অবস্থান কর্মসূচির পড়ে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।