সাভারে বিপুল পরিমান ভেজাল মদ ও মদ তৈরীর ক্যামিকেলসহ গ্রেফতার-১

0
77

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর অদূরে ঢাকা জেলার সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ভেজাল বিদেশী মদ এবং ভেজালমদ তৈরীর ক্যামিকেল সহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। আটককৃত ব্যক্তির নাম মোঃ সাগর হোসেন (২০), জেলা-পাবনা।

রোববার বিকেলে র‌্যাব-৩ এর একটি দল গোপনে সাভার থানার হর্টিকালচার সেন্টার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩) এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক আজ সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানকালে ধৃত মাদক ব্যবসায়ীর নিকট থেকে ২৫ বোতল ভেজাল বিদেশী মদ এবং ৫০০ গ্রাম ভেজাল মদ তৈরীর কেমিক্যাল উদ্ধার করা হয়।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে জানতে পারে যে, ঢাকা জেলার সাভার থানার হর্টিকালচার সেন্টার এর আশপাশ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ভেজাল মাদকদ্রব্য বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা উক্ত স্থানে অভিযান চালিয়ে মোঃ সাগর হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। এছাড়া সে দীর্ঘদিন যাবৎ এই ভেজাল মাদক ব্যবসার কার্যক্রম করে আসছিল বলে জানায়।

এবিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।