চারঘাটে ভোট বর্জন বিএনপির, ‘নিশ্চিত পরাজয় জেনে ভিত্তিহীন অভিযোগ দাবি আ‌’লীগের!

0
76

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ জাকিরুল ইসলাম (বিকুল) আওয়ামীলীগের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘পৌরসভার সব কটি কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়েছে। ভোটাররা নিজের ভোট নিজে দিতে পারছেন না। তাই ভোট বর্জন করলাম।’

রাজশাহীর চারঘাট পৌরসভায় ভোট বর্জন করেছেন বিএনপি মনোনীত মেয়র ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাকিরুল ইসলাম (বিকুল)।

পৌর এলাকার সদরে অবস্থিত মিয়াপুর গ্রামস্থ নিজ বাস ভবনে রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এক সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

বিকুল আওয়ামীলীগের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘পৌরসভার সব কটি কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়েছে। ভোটাররা নিজের ভোট নিজে দিতে পারছেন না। তাই ভোট বর্জন করলাম।’

এ ছাড়া তিনি পুনরায় নির্বাচনের দাবি জানান।

এ ব্যাপারে জানতে চাইলে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক একরামুল হক বলেন, ‘নিশ্চিত পরাজয় জেনে বিএনপির প্রার্থী এসব মিথ্যা অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছে। এবারের নির্বাচনে প্রচারে অংশ নেয়নি বিএনপির প্রার্থী। নির্বাচন সুষ্ঠু হচ্ছে। ইভিএমে কারচুপির কোনো সুযোগ নেই।’

১৯৯৮ সালে স্থাপিত হয় চারঘাট পৌরসভা। ‘ক’ শ্রেণির এই পৌরসভায় মেয়র পদে দুইজন, এ ছাড়া সংরক্ষিত নারী আসনে ১২ জন, সাধারন কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

এবারে চারঘাট পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ১শত ২৯জন পুরুষ ভোটার ১৫ হাজার ১৮জন ও নারী ভোটার ১৫হাজার ১১১ জন । পৌরসভায় মোট ১০টি ভোট কেন্দ্রে ভোটাররা ভোট প্রদান করছেন ।